TT Ads

ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের উজিরপু‌রের বামরাইল এলাকায় কাভার্ডভ‌্যান ও ট্রলির সংঘ‌র্ষে ট্রলি চালক আজিজুর রহমান সরদার (২২) নিহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (২০ ফেব্রুয়া‌রি) সকাল সা‌ড়ে ১০টায় উজিরপু‌রের ক‌বিরবা‌ড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হ‌য়ে‌ছেন। আহতদের ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

নিহত আজিজ সি‌দ্দিকুর রহমান সিকদা‌রের ছে‌লে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গৌরনদী হাইও‌য়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জা‌নান, কাভার্ডভ‌্যান‌টি ঢাকা থে‌কে ব‌রিশাল আস‌ছি‌লো এবং ট্রলি‌টি ইট বোঝাই ক‌রে ব‌রিশাল থে‌কে গৌরনদীর দি‌কে যা‌চ্ছি‌লো।

পথে বামরাইল এলাকায় এক‌টি মোটরসাই‌কেল আ‌রোহীকে সাইট দিতে গি‌য়ে এ দুর্ঘটনা ঘ‌টে। এতে ট্রলি উল্টে এবং সংঘ‌র্ষে ট্রলি চালক নিহত হন।
পাশাপা‌শি ট্রলির হেলপার র‌বিউল ফ‌কির ও অজ্ঞাত কাভার্ডভ‌্যান চালক ও মোটরসাই‌কেল চালক সহ চারজন‌কে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।
নিহতের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

TT Ads