পাওনা টাকা পরিশোধের আশ্বাসে নুরুল আমিনকে নারায়ণগঞ্জ থেকে বরিশালের মুলাদী উপজেলার শ্বশুরবাড়িতে খবর দিয়ে আনেন কামরুল ইসলাম। এরপর তাকে হত্যা করে হাত ও পায়ে ইট বেঁধে আড়িয়াল খাঁ নদে মরদেহ ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নিহত ব্যক্তির স্বজনরা।

তাদের অভিযোগ ঘটনার তিনদিন পর সিঙ্গাপুর চলে গেছে ঘাতক কামরুল!
হত্যাকাণ্ডে অভিযুক্ত কামরুলের শ্বশুর গ্রেফতার খোরশেদ আলম এভাবেই আদালতে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

নিহত নুরুল আমিন নারায়ণগঞ্জের সদর উপজেলার চরবক্তাবলী উপজেলার লক্ষ্মীনগর গ্রামের পিয়ার আলী ফকিরের ছেলে এবং হত্যাকারী কামরুল ইসলাম একই গ্রামের হানিফ ফকিরের ছেলে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কামরুল ইসলামের শ্বশুর খোরশেদ আলমকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে।

বিচারকের কাছে জবানবন্দি দেওয়ার পর তাকে জেলহাজতে পাঠানো হয়।
শনিবার (২২ অক্টোবর) সকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র বলেন, কামরুলের পাসপোর্ট তদন্তে দেখা গেছে তিনি গত ৭ অক্টোবর বাংলাদেশে এসেছেন এবং ১৩ অক্টোবর সকালে সিঙ্গাপুর চলে গেছেন। বাংলাদেশে অবস্থানকালীন তিনি তার শ্বশুরবাড়ি মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গত ১২ অক্টোবর রাতে নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর উত্তর তীরবর্তী চর থেকে নুরুল আমিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। মরদেহের হাত ও পায়ে ইট বাঁধা থাকায় প্রাথমিকভাবে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পরদিন নৌপুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করে। এরপর বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে বরিশালেই দাফন করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে নুরুল আমিনের মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের বোন সোনিয়া আক্তার জানান, নুরুল আমিন ও কামরুল ইসলাম একসঙ্গে সিঙ্গাপুরে ছিলেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে লোক নেওয়ার ব্যবসাও করতেন তারা। কামরুলের কাছে নুরুল আমিন ২৫ লাখ টাকা পেতেন। একবছর আগে নুরুল আমিন সিঙ্গাপুর থেকে বাড়িতে চলে আসেন। পাওনা টাকার জন্য কামরুলকে চাপ দিলে কামরুল কালক্ষেপণ করতে থাকেন।

সোনিয়া আরও বলেন, গত ৭ অক্টোবর গোপনে কামরুল বাংলাদেশে এসে তার শ্বশুড়বাড়িতে অবস্থান নেন। নুরুল আমিনকে মোবাইল ফোনে কামরুল তার শ্বশুরবাড়িতে যেতে বলেন। কিন্তু টাকা না থাকায় যেতে পারবেন না জানালে কামরুল তার ছোট ভাই আরিফের মাধ্যমে নুরুল আমিনকে তিন হাজার টাকা পাঠান। গত ১০ অক্টোবর সকালে নুরুল আমিন ওই টাকা নিয়ে কামরুলের সঙ্গে দেখা করতে মুলাদী গেলে হত্যার শিকার হন।

নুরুল আমিনের পরিবারের সদস্যদের ধারণা, পাওনা টাকা চাওয়ায় কামরুল তার শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় নুরুল আমিনকে হত্যা করে লাশ নদীত ফেলে দিয়েছে।

নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন আসামি হিসেবে কামরুল ইসলামের শ্বশুর খোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তার মেয়ে জামাতা কামরুল মোবাইল ফোনে নুরুল আমিনকে ডেকে এনে খুন করেছে। খুনের পর লাশ নদীতে ফেলে সে সিঙ্গাপুর চলে যায়।

কামরুলের মরদেহ ফেরত পেতে বরিশাল আদালতে আবেদন করেছেন তার স্বজনরা। রোববার (২৩ অক্টোবর) এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন বিচারক।

 

নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বরিশালে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২২ অক্টোবর) বরিশাল নগরের বাজার রোড, হাটখোলা এবং নতুন বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে খোলা চিনি বিক্রি করায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

 

 

বরগুনার যুবলীগ নেতা খোকন হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

এদিন ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে জাফরকে গ্রেফতার করা হয়। বরগুনা থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শ মারুফ আহমেদ জানান, দীর্ঘদিন পলাতক থাকার পরে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, চলতি বছরের পহেলা জুলাই দুপুর ১২টার দিকে ফুলঝুরি নদীর মোহনা থেকে যুবলীগ নেতা খোকনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া এই মামলায় আরও দু’জকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একই এলাকার রাসেল ও কনু।