TT Ads

আলোচিত রিফাত শরিফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক আসামিদের যুক্তিতর্ক শেষ হয়েছে (রোববার ৬ সেপ্টেম্বর)। আগামী ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি শেষে রায়ের দিন ধার্য করবেন বিচারক।

মিন্নিসহ আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, পুলিশ তাদের ফাঁসাতে অভিযোগপত্রে নানা মিথ্যা তথ্য দিয়েছে। যা যুক্তিতর্কে বিচারককে বোঝাতে সক্ষম হয়েছেন তারা। আর রাষ্ট্রপক্ষ বলছে, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে তাদের যুক্তি।

গত বছরের ২৬ জুন প্রকাশ্য বরগুনার কলেজ রোড এলাকায় কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরিফকে।

গত ১ জানুয়ারি পুলিশের অভিযোগপত্র দাখিলের পর আলোচিত এ হত্যার ঘটনায় প্রাপ্তবয়স্ক আসামিদের জন্য করা মামলায় প্রায় দুই মাসে ৩০ কার্য দিবসে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত ২৬ আগস্ট শুরু হয় যুক্তিতর্ক।

আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহাম্মদ জানান, অভিযোগপত্রে মিন্নিকে ফাঁসাতে পুলিশের নানা মিথ্যা তথ্য ছিল। আদালতে দেয়া ভিডিও কাট-ছাট করাসহ গোপন করা হয়েছে নানা আলামত। যা তাদের যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন তারা।

এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু জানান, আগামী ১৬ সেপ্টেম্বর আসামিপক্ষের দেয়া যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি তুলে ধরবেন তারা এবং ওই দিনই প্রাপ্ত বয়স্কদের জন্য করা মামলার রায়ের দিন নির্ধারণ করবে আদালত।

এদিকে গত ৮ জানুয়ারি করা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানিও হবে ১৬ সেপ্টেম্বর। এ মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগ পত্রে ৭ জনের বিরুদ্ধে ৩৪ ও ৩০২ ধারায়, দুই জনের বিরুদ্ধে ২১২ ও ১২০ বি এ ধারায় এবং এক জনের বিরুদ্ধে শুধু ১২০ বি এ ধারায় অভিযোগ রয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *