#

বিশ্ব আজ থেমে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব ব্যাপী শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।

#

তারই ধারাবাহিকতায় বরিশালে আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন অলিগলি এবং গুরুত্বপূর্ণ সড়ক, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট সংলগ্ন স্থানে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রমের শুভ সূচনা করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

দিনভর চলবে বরিশাল নগরীতে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম। আজ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এ কাজের শুভ সুচনা করা হয়।

এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করনীয় বিভিন্ন বিষয় নিয়ে লিফলেট বিতরণ করেন।

এ কাজে সহযোগিতা করেন জেলা প্রশাসন বরিশাল, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here