TT Ads

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বনবিড়ালে ৪টি ছানা উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুরে উপজেলার নৈকাঠি বাসস্টান্ড এলাকায় বস্তায় করে নিয়ে যাওয়ার সময় এক গ্রামবাসীর কাছ থেকে এ বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় আনোয়ার হোসেন মিলন বলেন, চিতা বাঘের বাচ্চার মত দেখতে হওয়ায় বনবিড়ালের এ ছানা বাচ্চাগুলো বিক্রির জন্য বস্তায় ভরে বাসযোগে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মামুন নামের একব্যক্তি। বিষয়টি আমি উপজেলা বন বিভাগকে জানাই। পরে তারা এসে ছানাগুলো উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছেন।

রাজাপুর উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে ছানাগুলোকে শের-ই বাংলার জন্মভুমি সাতুরিয়া মিয়া বাড়ির গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সাতুরিয়া মিয়া বাড়ির গহীন জঙ্গল থেকে ছানাগুলো ধরা হয়েছিলো। সেখানেই আবার অবমুক্ত করা হয়েছে। যাতে মা বন বিড়ালটিকে খুব সহজেই বাচ্চাগুলো খুঁজে পায়। আর যে  ব্যক্তি ছানাগুলোকে ধরেছিলেন, ভবিষ্যতে এমন কাজ করলে আইনগত শাস্তি পেতে হবে মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *