#

বরিশালে বিভাগে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ৬২ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ সময় ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৬৭ জন।

#

সোমবার (০৩ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, মৃত‌দের ম‌ধ্যে ব‌রিশাল জেলায় একজন ও ঝালকা‌ঠি‌তে একজন র‌য়ে‌ছেন। নতুন আক্রান্ত‌দের ম‌ধ্যে ব‌রিশাল জেলায় ২৩ জন, পটুয়াখালী‌তে ১৩ জন, ভোলায় ৯ জন, পি‌রোজপু‌রে ৩ জন, বরগুনায় ৬ জন ও ঝালকা‌ঠি‌তে ৮ জন। এ নি‌য়ে গত বছ‌রের ১১ মার্চ থে‌কে চল‌তি বছ‌রের ৩ মার্চ পর্যন্ত বিভা‌গে মোট মৃত্যুবরণ ক‌রে‌ছেন ২৬৭ জন।
এর ম‌ধ্যে শুধু ব‌রিশাল জেলায় ১১৩ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। একই সম‌য়ে ব‌রিশাল বিভা‌গে মোট আক্রান্ত হ‌য়ে‌ছে ১৪ হাজার ৬৬৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ব‌রিশাল জেলায় মোট নতুন আক্রা‌ন্তের সংখ্যা ২৩ জন, এর ম‌ধ্যে শুধু সি‌টি কর‌পো‌রেশন এলাকায় ১৫ জন র‌য়ে‌ছেন।

এদিকে ব‌রিশাল শেরেবাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লের ক‌রোনা ওয়া‌র্ডে মোট চি‌কিৎসাধীন আছেন ৭৮ জন, এর ম‌ধ্যে ক‌রোনা প‌জিটিভ ২৪ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতা‌লের আর‌টি পি‌সিআর ল্যা‌বে মোট নমুনা জমা প‌ড়েছে ১৯১টি। এর ম‌ধ্যে ৫৩টির নমুনা ক‌রোনা প‌জিটিভ হয়। প‌জিটি‌ভের হার শতকরা ২৭ দশ‌মিক ৭৪।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here