#

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে ছুরিকাঘাতে নূরুল ইসলাম (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, আলেয়া বেগম (৬০) এক বছর পূর্বে নিহত নূরুল ইসলামের স্ত্রী রাণী বেগমের কাছ থেকে ১০ কেজি চাল ধার নেয়। একাধিকার চাল ফেরত চাইলেও আলেয়া বেগম চাল ফেরত দেয়নি। আজ সকাল ১০টার দিকে আলেয়া বেগম নুরুল ইসলামের বাড়ী মামলার কাগজ নিতে এলে নুরল ইসলামের স্ত্রী রাণী বেগম ধার নেয়া চাল ফেরত চায়।

#

এতে আলেয়া বেগম অপমানবোধ করে বাড়ি গিয়ে ছেলে, জামাই ও নাতিদের জানান। আলমগীর ওরফে আলীনুর, সাগর মুন্সী,খলিল, খালেদাসহ ৬/৭ জনকে নিয়ে আলেয়া বেগম নুরুল ইসলামের বাড়ি আসে। এসময় আবার উভয়পক্ষের মধ্য বাক-বিতন্ডা শুরু হলে নুরুল ইসলামের চাচাতো ভাই সাগর মুন্সী তার পিঠে ছুরি দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। আমতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সাথে জড়িতদের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হচ্ছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here