#

অক্টোবর মাসের প্রথম দিন থেকে কুয়েত ও ঢাকার মধ্যবর্তী বিমান চলাচলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের শহরগুলিতে ট্রানজিট ফ্লাইট পরিচালনা শুরু করেছে জাজিরা এয়ারওয়েজ। এ৩২০ নিও এয়ারক্রাফটে পরিবেশন করা এয়ারলাইনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার কুয়েত থেকে এবং বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করবে।

#

 

 

জাজিরা এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা রোহিত রামচন্দ্রন বলেন, ‘আমরা যেসব কঠিন সময় কাটিয়েছি, তা কাটিয়ে উঠে ঢাকা যাওয়ার জন্য একটি পথ উন্মুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই মুহূর্তে আমাদের নেটওয়ার্ককে প্রসারিত করতে সক্ষম হয়েছি এর মাধ্যমে বোঝা যায় আমাদের বিমান সংস্থার শক্তি। আমরা এখন প্রত্যক্ষ সার্ভিস দিয়ে কুয়েতে বাংলাদেশী সম্প্রদায়ের সেবা করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর প্রত্যাশা রাখছি।’

 

 

 

স্থানীয় বিক্রয় পরিচালনা করতে জাজিরা এয়ারওয়েজ বাংলাদেশে গ্যালাক্সি গ্রুপকে নিয়োগ দিয়েছে। গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ‘আমরা জাজিরা এয়ারওয়েজের সাথে অংশীদারিত্ব করে আনন্দিত। আমরা কুয়েতে ফ্লাইটের জন্য বিশাল সুযোগ দেখতে পাচ্ছি এবং আমাদের গ্রাহকদের সৌদি আরব এবং এই অঞ্চলের অন্যান্য গন্তব্যের সাথে সংযুক্ত করছি।’

 

 

 

জাজিরা এয়ারওয়েজ তাদের বিমানটিতে সবরকমের সুরক্ষা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যাত্রীরা যাতে নিরাপদে যাত্রা করতে পারে তা নিশ্চিত করার জন্য কুয়েতের জাজিরা টার্মিনাল টি৫ সাবধানতা অবলম্বন করেছে। সকল যাত্রীকে তাদের পুরো যাত্রা সময়ে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। যাত্রীরা যেন তাদের যাত্রার সময় আরো স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা অনুভব করে তার জন্য এয়ারলাইন্সটিতে “ডুও সিট’ ব্যবস্থাও সরবরাহ করা হয়েছে, যাত্রীরা ভ্রমণের সময় তাদের সিট ছাড়াও মাঝের সিটটিকে বুকিংয়ে সক্ষম।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here