বরগুনার আমতলী বন্দরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম উপজেলার কালিবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে। সে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, গত বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ শেষে হয়। ওই দিন রাতের খাবার খেয়ে মরিয়ম তার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগতে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের সাড়া পাচ্ছিল না। পরে মা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক মা তাকে ঘরের আড়া থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ওই বাড়িতে গতকাল রাতে ঝগড়া ঝাটি ও ডাকাডাকির শব্দ শুনেছি।
মাদরাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লা বলেন, কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানি না?
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।