TT Ads

তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ আবারো নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। ২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হলেও নানা জটিলতা ও অনিশ্চয়তায় থেমেছিল সিনেমাটি। অবশেষে নির্মাতা জানালেন—এবার ফেরদৌস আহমেদ থাকছেন না এই প্রজেক্টে।

 

সিনেমাটির গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতিও তুলে ধরা হয়েছে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, আর পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নেন। এরপর নানা কারণে কাজটি আর এগোয়নি।

নির্মাতা আরিফ বলেন, “ফেরদৌস ভাই অনেক দিন ধরে সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের সময় নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। তাই তার জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করেছি।”

 

পপির সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক। এ বিষয়ে আরিফ বলেন, “পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাকে রাখার চেষ্টা চলছে। তবে তিনি সময় দিতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নই। ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।”

বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমার বাকি শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, “অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। এবার নতুন আয়োজনে সেটি শেষ করতে চাই, যেন দর্শকরা একটি ভালো কাজ পায়।”

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *