TT Ads

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। তারা আগামীকাল ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

 

তিনি বলেছেন, “এটা আমাদের বড় বিজয় বলে আমি মনে করি। আমরা আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি। সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে। আমরা এখন থেকে আমাদের সব আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি।”

দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমরা চিন্তা করেছি— সরকার তো শুধু আমাদের নিয়ে না, শিক্ষকদের মধ্যে আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন-এমপিও আছে, সরকারী আছে, বিশ্ববিদ্যালয় আছে, অনেকেরই দাবি আছে; আবার সরকারের বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার বিষয়টা দেখতে হয়। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন, আপনারা যদি এগিয়ে আসেন, আমরা বসে সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন। আমাদের বড় যে দাবিটা, আলহামদুলিল্লাহ, এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়িভাড়া এটা ১৫ শতাংশ করে প্রজ্ঞাপন করে আমার হাতে নিয়ে এসেছি।”

এই শিক্ষকনেতা আরো বলেন, গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। আমাদের ন্যায্য দাবি ছিল। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব। যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব।”

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এ অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক-কর্মচারীরা। ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) কার্যকর হবে এ বছরের ১ নভেম্বর থেকে। আরো সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *