মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নাম ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে গেল। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভার করেছেন ৫ স্পিনার। এর অর্থ, ওয়ানডে ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে পেস বোলার হাত ঘোরালেন না ২২ গজে। এমন না যে তাদের একাদশে পেস বোলার ছিলেন না। জাস্টিন গ্রেভস একাদশে থাকলেও অধিনায়ক শেই হোপ তার হাতে বল তুলে দেননি।

 

১৯৭১ সালের ৫ জানুয়ারি ওয়ানডে ক্রিকেটের পথ চলা শুরু। মিরপুরে আজ হচ্ছে ৪৯১২তম আন্তর্জাতিক ম‌্যাচ। দীর্ঘ এই পথ পরিক্রমায় ওয়ানডে ক্রিকেটে এমন কোনো ম‌্যাচ হয়নি যেখানে কোনো পেসার এক ওভারও করেননি। ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। আজ সেই রেকর্ড চুরমার করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভার করাল স্পিনারদের দিয়ে।

 

 

একাদশে গ্রেভস থাকায় পেস বোলার বোলিংয়ে আসবেন এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ২২ গজে চমক হয়ে আসেন আলিক আথানজে। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন ডোমিনিকার ডানহাতি অফস্পিনার আথানজে। এর আগে তার ১৪ ওয়ানডেতে দুইবার বোলিং করেছিলেন। ২০২৩ সালে ভারতের বিপক্ষে ব্রিজটাউনে ১ ওভার। ২০২৪ সালে পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভার।

 

মাত্র ৪ ওভার বোলিং করার অভিজ্ঞতা থাকা আথানজে আজ করলে ১০ ওভার। রান দিলেন মাত্র ১৪। উইকেট পেলেন ২টি। বোলিং স্পেলে ৫০টিই ছিল ডট। ১.৪০ ইকোনমি নিয়ে যা ছিল দলের সেরা বোলিং। এছাড়া আকিল হোসেন, রোস্টন চেজ, খারি পিয়ের ও গুদাকেশ মোতি মিলে করেছেন বাকি ৪০ ওভার।

গতকাল রাত আড়াইটায় বাংলাদেশে এসে পৌঁছান আকিল। মিরপুরের উইকেট দেখে তাকে দ্রুত উড়িয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। গভীর রাতে এসে আজ দুপুরে মাঠে নেমে পড়েন বাঁহাতি স্পিনার। ১০ ওভারে ৪১ রানে ২ উইকেট নেন তিনি।

 

আগে ব‌্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ২১৩ রান করেছে। ৭ ইনিংস পর বাংলাদেশ পুরো ৫০ ওভার ব‌্যাটিং করতে পারল। বাংলাদেশও এক পেসার নিয়ে মাঠে নেমেছে, মোস্তাফিজুর রহমান। এছাড়া নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন আছেন।

স্পিনে স্পিনে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।

ওয়ানডে ক্রিকেটে প্রথমবার সুপার ওভার খেলল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় আগে ব‌্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২১৩ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও থেমে যায় ২১৩ রানে। তাতে ম‌্যাচ গড়ায় সুপার ওভারে।

 

নতুন এ অভিজ্ঞতায় শুরুটা হলো বাজে। বাংলাদেশ ম‌্যাচ হেরেছে ১ রানের সমীকরণ মেলাতে না পেরে। ওয়েস্ট ইন্ডিজ আগে ব‌্যাটিং করে ১০ রান করে। বাংলাদেশ ৯ রানের বেশি করতে পারেনি।  অথচ ম‌্যাচ জয়ের সূবর্ণ সুযোগ পেয়েছিল দল। নিষ্প্রাণ ব‌্যাটিংয়ে ম‌্যাচ হেরেছে স্বাগতিকরা। ৬ বলে ১১ রানের টার্গেটে খেলতে নেমে অতিরিক্ত ৩ রান পায় বাংলাদেশ।

স্পিনার আকিল হোসেন দুইটি ওয়াইড ও একটি নো বল করেন। নো বলের ফ্রি হিট সৌম‌্য সরকার কাজে লাগাতে পারেননি। সৌম‌্য ও সাইফ ইনিংস শুরু করেন। পরে সৌম‌্য আউট হলে শান্ত ব‌্যাটিংয়ে আসেন। ভাগ‌্য পরিবর্তন হয়নি তাতেও। শেষ বলে ৩ রানের প্রয়োজন ছিল। সাইফ ১ রানের বেশি নিতে পারেননি।

 

ম‌্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘‘আমাদের জন্য এটা (সুপার ওভার) একটা নতুন অভিজ্ঞতা ছিল। প্রথমবারের মতো সুপার ওভার খেলেছি। আমার মনে হয় ব্যাট করা সহজ উইকেট ছিল না। সুপার ওভারে, আমাদের ১১ রান প্রয়োজন ছিল এবং একটি বাউন্ডারি পরিস্থিতি বদলে দিতে পারত।’’

মূল ম‌্যাচে রিশাদ ১৪ বলে ৩৯ রান করেন ৩টি করে চার ও ছক্কায়। তার ঝড়ো ব‌্যাটিংয়ে বাংলাদেশ দুইশর বেশি পুঁজি পায়। কিন্তু সুপার ওভারে তাকে ব‌্যাটিংয়ে দেখতে না পেয়ে অবাক হয়েছে অনেকেই। তবে অধিনায়কের কণ্ঠে রিশাদকে নিয়ে প্রশংসা ছিল, ‘‘রিশাদ এই মুহূর্তে খুব ভালো করছে। সব ব্যাটসম্যানই লড়াই করছিল কিন্তু সে আত্মবিশ্বাসী ছিল এবং সত্যিই ভালো ব্যাটিং করেছিল।’’

 

রিশাদকে ব‌্যাটিংয়ে আসতে না দেখে অবাক হয়েছে ওয়েস্ট ইন্ডিজও। সংবাদ সম্মেলনে আকিল হোসেন বলেছেন, ‘‘হ্যাঁ, আমি একটু অবাক হয়েছিলাম। মানে, যে ব‌্যাটসম‌্যানকে ম্যাচে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বলে মনে হয়েছিল, প্রায় ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিল। আর সে সুপার ওভারে নেই! শর্ট সাইডে সে দুটি ছক্কা মেরেছে। আমরা সবাই একটু অবাক হয়েছিলাম যে, সে ব‌্যাটিং করতে আসেনি যা আমাদের পক্ষে কাজ করেছে।’’

এদিকে হিসেবের গণ্ডগোলে সাইফকে মূল ম‌্যাচে শেষ ওভার করতে হয়।  শেষ ৬ বলে ৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। সাইফ প্রথম দুটি ডটের পর চতুর্থ বলে আকিল হোসেনকে আউট করেন। শেষ বলেও উইকেট পেতে পারতেন। কিন্তু সোহান ক‌্যাচ মিস করায় ম‌্যাচ গড়ায় সুপার ওভারে। তার বোলিং নিয়ে মিরাজ বলেন, ‘‘আমাদের কাছে আর কোন বিকল্প ছিল না। আমি ভাবছিলাম আমরা কি আরেকটি উইকেট পেতে পারি… কিন্তু আমরা তা পাইনি।’’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। তারা আগামীকাল ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

 

তিনি বলেছেন, “এটা আমাদের বড় বিজয় বলে আমি মনে করি। আমরা আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি। সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে। আমরা এখন থেকে আমাদের সব আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি।”

দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমরা চিন্তা করেছি— সরকার তো শুধু আমাদের নিয়ে না, শিক্ষকদের মধ্যে আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন-এমপিও আছে, সরকারী আছে, বিশ্ববিদ্যালয় আছে, অনেকেরই দাবি আছে; আবার সরকারের বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার বিষয়টা দেখতে হয়। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন, আপনারা যদি এগিয়ে আসেন, আমরা বসে সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন। আমাদের বড় যে দাবিটা, আলহামদুলিল্লাহ, এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়িভাড়া এটা ১৫ শতাংশ করে প্রজ্ঞাপন করে আমার হাতে নিয়ে এসেছি।”

এই শিক্ষকনেতা আরো বলেন, গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। আমাদের ন্যায্য দাবি ছিল। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব। যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব।”

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এ অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক-কর্মচারীরা। ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) কার্যকর হবে এ বছরের ১ নভেম্বর থেকে। আরো সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি এক নারী উদ্যোক্তার প্রতারণার অভিযোগের মুখে পড়েছেন। শাড়ি স্পন্সর নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী, প্রমোশন না দেওয়ার অভিযোগ এনেছেন ওই উদ্যোক্তা।

অভিযোগ ওঠার পরই তানজিন তিশা নিজের ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!”

এদিকে, নারী উদ্যোক্তা ঝিনুক গণমাধ্যমে জানান, তানজিন তিশা ইনস্টাগ্রামে তার পেজে নক দিয়ে একটি জামদানি শাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি শাড়িটি স্পন্সর করার প্রস্তাব দেন এই শর্তে যে, তিশা সেটি পরে প্রমোশন করবেন।

ঝিনুক বলেন, “তিশা আপা শাড়িটি পেয়ে ফোনে জানান এটি তার খুব পছন্দ হয়েছে। তিনি আমাকে আশ্বাস দেন কাজটি ভালোভাবে করবেন। কিন্তু এরপর দুই মাস পার হয়ে গেলেও তিনি কোনো প্রমোশন করেননি। আমি যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাইনি।”

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ঝিনুক বলেন, “দীর্ঘ ১০ মাস হয়ে গেছে। না তিনি প্রমোশন করেছেন, না শাড়ির দাম দিয়েছেন। এখন আমি চাই অন্তত শাড়ির টাকা ফেরত দিক। নাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

 

তবে এ অভিযোগের বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হতে যাচ্ছে।

তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ আবারো নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। ২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হলেও নানা জটিলতা ও অনিশ্চয়তায় থেমেছিল সিনেমাটি। অবশেষে নির্মাতা জানালেন—এবার ফেরদৌস আহমেদ থাকছেন না এই প্রজেক্টে।

 

সিনেমাটির গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতিও তুলে ধরা হয়েছে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, আর পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নেন। এরপর নানা কারণে কাজটি আর এগোয়নি।

নির্মাতা আরিফ বলেন, “ফেরদৌস ভাই অনেক দিন ধরে সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের সময় নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। তাই তার জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করেছি।”

 

পপির সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক। এ বিষয়ে আরিফ বলেন, “পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাকে রাখার চেষ্টা চলছে। তবে তিনি সময় দিতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নই। ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।”

বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমার বাকি শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, “অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। এবার নতুন আয়োজনে সেটি শেষ করতে চাই, যেন দর্শকরা একটি ভালো কাজ পায়।”

 

সাতক্ষীরায় সদর উপজেলায় ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা শহরের পলাশপোল এলাকার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের একটি শোরুমে কাজ করতেন এবং এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় বাসায় ভাড়া উঠেছিলেন।

 

তাসলিমার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, ‘‘হিরা আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন।’’

 

তাসলিমার ভাবি মোবাইল ফোনে বলেন, ‘‘চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকত। তার বাবা-মা যশোরে আছে। আমরা সাতক্ষীরার পথে রওনা দিয়েছি।’’

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, ‘‘হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। তিনি সকালে বলেছিলেন, যশোর যাবেন। তাই আমরা খোঁজ নিইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানান, তখন আমরা জানতে পারি ঘটনা। এরপর আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।’’

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের কর্মবিরতি পালনের কর্মসূচি এগিয়ে এনেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হবে।

 

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।

কর্মসূচি এগিয়ে আনার ঘোষণা
রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কর্মবিরতি কর্মসূচি এগিয়ে আনার ঘোষণা দেন।

 

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন। তখন তারা মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।

পুলিশি নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি এগিয়ে আনা
আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান দিয়ে ছত্রভঙ্গ এবং লাঠিচার্জ করা হয়। কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এক দিন এগিয়ে এনে সোমবার থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যুক্তরাজ্যে আসছে। এমনটাই জানালেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন অক্সফোর্ড সফরকালে গণমাধ্যমে আজ বলেন, যুক্তরাজ্য ‘এখন একটি দ্বিতীয় ঢেউয়ের মুখে, এবং এটি ‘অনিবার্য’ ছিল যে করোনা ভাইরাস আবার আঘাত হানবে।

যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি চাননা কড়াকড়ি লকডাউন আবার জারি হোক। তবে সামাজিক দূরত্বে কঠোর বিধিনিষেধ প্রয়োজন হতে পারে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ দমিয়ে রাখতে নানা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। সেইসঙ্গে সবকিছু পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

শুক্তবার নতুন করে দেশটিতে চার হাজার ৩২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বরিস আরো বলেন, ব্রিটিশ জনগন চমৎকার কাজ করেছে-তারা সংক্রমণের চূড়া নেমে এনেছে শৃঙ্খলার মাধ্যমে। কিন্তু এমন করে দীর্ঘদিন ধরে থাকা দুঃসাধ্যের। স্কাই নিউজ,বিবিসি গার্ডিয়ান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

 

 

 

আজ বুধবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসিফুজ্জামান এ দিন ধার্য করেন।

 

 

 

এদিন মামলার চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ডিআইজি মিজানের ভাগিনার আইনজীবী চার্জ গঠন শুনানি পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

 

 

 

গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন।

 

 

 

মিজান ছাড়া চার্জশিটভূক্ত অপর আসামিরা হলেন, ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এস আই হিসেবে কর্মরত ছিলেন।

 

 

 

গত ১ জুলাই হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় মিজানকে তাৎক্ষণিক হাইকোর্ট পুলিশের হাতে তুলে দেন আদালত।

 

গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। পরদিন ডিআইজি মিজানের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

 

 

 

মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেফতার করানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

 

 

 

নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

 

 

 

এরপর দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি সামনে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্তের একটি প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। ২৫ জুন মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

 

 

 

অপরদিকে, ১৮ মার্চ অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য রয়েছে। বাসস

বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে গ্রিন লাইন পরিবহনকে আরো ২০ লাখ টাকা দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট।

 

 

 

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

 

 

 

তিন মাসের মধ্যে এক সঙ্গে ২০ লাখ টাকা দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেয়া হয়। রাসেলকে ওই অর্থ দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন বিষয়ে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দিবে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

 

 

 

২০১৮ সালের ২৮ এপ্রিল যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় প্রাইভেটকার চালক রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর গ্রিন লাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করে। রাসেল জানায়, বাসটি তার গাড়িকে ধাক্কা দিলে প্রতিবাদ জানাতে বাস থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাস চালক তার ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

 

 

 

রাসেলের পা হারানোর ঘটনার পর গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী উম্মে কুলসুম। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ক্ষতিপূরণ এবং রুলসহ আদেশ দেন। গত বছরের ১২ মার্চ পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেন এ হাইকোর্ট বেঞ্চ। এ টাকা দিতে গ্রিন লাইনকে মাসিক হারে কিস্তিও করে দেন আদালত। রাসেল জানায়, আদালতের আদেশের পর গত বছর দুই দফায় ১০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন। আর চিকিৎসাবাবদ ৩ লাখ ৪২ হাজার টাকা দিয়েছে।

 

 

 

 

 

পরে হাইকোর্টের অন্তর্বর্তী আদেশটির বিষয়ে গ্রিন লাইনের আবেদনের প্রেক্ষিতে ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাসেলকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। তবে গ্রিনলাইনের পক্ষ থেকে রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেয়া হয়েছে তা এই স্থগিতাদেশের মধ্যে পড়বে না বলেও আদেশে উল্লেখ করা হয়।

 

 

 

হাইকোর্টে গত ৫ মার্চ রুলের ওপর শুনানি শেষ হয়। সেদিন আদালত গত ১৫ এপ্রিল রায়ের জন্য তারিখ ধার্য রেখেছিলেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ জনিত কারণে আদালতে সাধারণ ছুটি থাকায় ধার্য তারিখে রায়টি ঘোষিত হয়নি। আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করলো হাইকোর্ট।