TT Ads

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নাম ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে গেল। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভার করেছেন ৫ স্পিনার। এর অর্থ, ওয়ানডে ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে পেস বোলার হাত ঘোরালেন না ২২ গজে। এমন না যে তাদের একাদশে পেস বোলার ছিলেন না। জাস্টিন গ্রেভস একাদশে থাকলেও অধিনায়ক শেই হোপ তার হাতে বল তুলে দেননি।

 

১৯৭১ সালের ৫ জানুয়ারি ওয়ানডে ক্রিকেটের পথ চলা শুরু। মিরপুরে আজ হচ্ছে ৪৯১২তম আন্তর্জাতিক ম‌্যাচ। দীর্ঘ এই পথ পরিক্রমায় ওয়ানডে ক্রিকেটে এমন কোনো ম‌্যাচ হয়নি যেখানে কোনো পেসার এক ওভারও করেননি। ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। আজ সেই রেকর্ড চুরমার করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভার করাল স্পিনারদের দিয়ে।

 

 

একাদশে গ্রেভস থাকায় পেস বোলার বোলিংয়ে আসবেন এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ২২ গজে চমক হয়ে আসেন আলিক আথানজে। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন ডোমিনিকার ডানহাতি অফস্পিনার আথানজে। এর আগে তার ১৪ ওয়ানডেতে দুইবার বোলিং করেছিলেন। ২০২৩ সালে ভারতের বিপক্ষে ব্রিজটাউনে ১ ওভার। ২০২৪ সালে পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভার।

 

মাত্র ৪ ওভার বোলিং করার অভিজ্ঞতা থাকা আথানজে আজ করলে ১০ ওভার। রান দিলেন মাত্র ১৪। উইকেট পেলেন ২টি। বোলিং স্পেলে ৫০টিই ছিল ডট। ১.৪০ ইকোনমি নিয়ে যা ছিল দলের সেরা বোলিং। এছাড়া আকিল হোসেন, রোস্টন চেজ, খারি পিয়ের ও গুদাকেশ মোতি মিলে করেছেন বাকি ৪০ ওভার।

গতকাল রাত আড়াইটায় বাংলাদেশে এসে পৌঁছান আকিল। মিরপুরের উইকেট দেখে তাকে দ্রুত উড়িয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। গভীর রাতে এসে আজ দুপুরে মাঠে নেমে পড়েন বাঁহাতি স্পিনার। ১০ ওভারে ৪১ রানে ২ উইকেট নেন তিনি।

 

আগে ব‌্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ২১৩ রান করেছে। ৭ ইনিংস পর বাংলাদেশ পুরো ৫০ ওভার ব‌্যাটিং করতে পারল। বাংলাদেশও এক পেসার নিয়ে মাঠে নেমেছে, মোস্তাফিজুর রহমান। এছাড়া নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন আছেন।

স্পিনে স্পিনে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *