বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৩ বছরের এক ছাত্রীকে অপহরণের তিন দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ।
পাশাপাশি এসময় অপহরণে অভিযুক্ত আমিন সরদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) ভোররাতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জলিলপাড়া গ্রামের মাসুদ শেখের বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার (২১ নভেম্বর) এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকালে অ্যাসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্ব অপহরণ করে গৌরনদীর লেবুতলী গ্রামের বখাটে আমিন সরদারের নেতৃত্বে ৩/৪ জন।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে শনিবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় পাংশা থেকে অপহৃতাকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. শাহাবুদ্দিন জানান, রোববার দুপুরে আসামি আমিন সরদারকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়।