#

বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুম্মানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মাইনুল ইসলাম রুম্মান বেপারী উপজেলার উত্তর কুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় মাইনুল ইসলাম রুম্মান বেপারী আদালতে অনুপস্থিত ছিল।

#

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ আগস্ট বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসের দোয়া মিলাদ শেষে তবারক বিতরণের সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে যুবলীগ নেতা মাইনুল ইসলাম রুম্মান বেপারী ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হামলায় তার একটি হাতও ভেঙে যায়।

এঘটনায় ২০১৮ সালের ২৭ আগস্ট বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারের পিতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার।

২০১৯ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত উদ্দিন খান আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।’

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here