#

এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার। ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সারাদেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হচ্ছে।

#

 

তারি অংশ হিসেবে আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার উপর পুরস্কার বিতরণ করা হয়। সেখানে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন সারদেশের মধ্যে বরিশাল বিভাগীয় কমিটি।

 

 

তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সর্বোচ্চ তথ্য সরবরাহে উপর পুরস্কার লাভ করেছেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

 

 

তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ পুরস্কার তুলেদেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর হাতে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশন মরতুজা আহমদ।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, সচিব তথ্য মন্ত্রণালয় কামরুন নাহার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরিচালনা বোর্ড বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও

 

সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার তথ্য কমিশন ডক্টর আবদুল মালেক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনডিসি তথ্য কমিশনার তথ্য কমিশন সুরাইয়া বেগম,

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সচিব তথ্য কমিশন সুদত্ত চাকমা।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here