TT Ads

 

নিজস্ব প্রতিবেদক ঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সম্মান না দেখিয়ে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার অভিযোগে দায়েরকৃত এক হাজার কোটি টাকার মানহানি মামলায় উপাধ্যক্ষ শহিদুলের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। ১০ ফেব্রুয়ারী বুধবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ বিচারাধীন আদালত এ আদেশ দেন। ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক হাচান মাহমুদ বাবু মামলাটি দায়ের করেন।
মামলায় মেহেন্দিগঞ্জ পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলামকে অভিযুক্ত করা হয়। উপাধ্যক্ষ শহিদুল ইসলাম উপজেলার কাজিরহাট থানা এলাকার সন্তোষপুরের মৃত আঃ কাদের আকনের ছেলে। নথী থেকে জানা যায়, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক হাচান মাহমুদ বাবু তার ব্রাউন কম্পাউন্ডের নিজ বাসভবন বসে ফেসবুকে ও পরে পত্রিকার মাধ্যমে জানতে পারেন গত ২৬ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমুর নির্বাচনী উঠান বৈঠকে শহিদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, এমপি পংকজ নাথের নমিনেশন শেখ হাসিনার হাতে নয়, বরং পংকজকে নমিনেশন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। এমন সংবাদ পড়ে হাচান মাহমুদ বাবুর হৃদয়ে রক্তরক্ষণ হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বিশ্ব মানবতার নেত্রী, প্রধান মন্ত্রীকে শেখ হাসিনাকে কোন প্রকার সম্মান না দেখিয়ে শুধুমাত্র শেখ হাসিনা বলে উল্লেখ করে জাতির সামনে হেয় প্রতিপন্ন করেছে। এতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক হাজার কোটি টাকার মানহানি ঘটেছে বলে হাচান মাহমুদ বাবু মনে করেন। এঘটনায় গতকাল মামলাটি দায়ের করলে আদালত মামলাটির আদেশ দানে ১০ ফেব্রুয়ারী ধার্য্য করেন । বুধবার শুনানি শেষে শহীদুলকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *