#

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১১ টায় দাড়িয়াল ইউনিয়নের মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার ওমান প্রবাসী জালাল হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার ২০।আহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে সোহাগ হাওলাদার ও তার দুই বন্ধু কে নিয়ে মিয়া বাজার থেকে কামারখালী ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পথিমধ্যে মিয়া বাজার এলাকায় সোহাগ পৌঁছালে হঠাৎ করেই আল আমিন রাড়ি, উজ্জল রাড়ি, মিরাজ হাওলাদার সহ ৫/৭ জন যুবক গতিরোধ করে মারধর শুরু করে। দুই বন্ধুসহ সোহাগ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করে। অভিযোগ সূত্রে আরো জানা যায়, সোহাগের পিতা ওমান প্রবাসী জালাল মিয়া তার পূর্বপুরুষের ৩৬ শতাংশ জমির পাশে থাকা ১০ শতাংশ জমি ক্রয় করে আত্মীয় মান্নান মোল্লা কাছ থেকে।কিন্তু দীর্ঘদিন যাবৎ রুহুল আমীন রাড়ি, মনির রাড়ি, ও শহীদ জমি দখলের চেষ্টা করে আসছিল। গত ১০ ই জানুয়ারি ওমান প্রবাসী জালাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।তার ধারাবাহিকতায় গতকাল জালাল মিয়ার পুত্র সোহাগকে আলামিন রাড়ি, উজ্জ্বল, মিরাজ হাওলাদারসহ ৫/৭ জন হত্যার উদ্দেশ্যে মারধর করে নগদ ২৫ হাজার টাকা মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিয়েছে সোহাগের পরিবার।

#
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here