#

 

#

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল আদালতের বানারীপাড়া সহকারী জজ আদালতের সেরেস্তাদার মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে আদালত। ১৮ ফেব্রুয়ারী বুধবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ বিচারাধীন আদালত এ আদেশ দেন। মোফাজ্জলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চকবাজার শাখার সিনিয়র অফিসার হারুন অর রশিদ। এডভোকেট ইমতিয়াজ আহমেদ জানায়, অভিযোগে হারুন আদালতে বলেন অভিযুক্ত মোফাজ্জল বরিশাল নগরীর কাশিপুর গনপাড়া এলাকার বাসিন্দা মৃত্যু কাঞ্চন আলী মিয়ার ছেলে এবং বরিশাল আদালতের উচ্চমান সহকারী ও সেরেস্তাদার। তিনি ব্যক্তিগত টাকার প্রয়োজনে ২০১৭ সালের ১৩ মার্চ ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ নেয়। তার কাছে এক লাখ ৭৬ হাজার ২ শ ৭৩ টাকা পাওনা হয়। টাকা ফেরত চাইলে সে গতবছর ২১ ডিসেম্বর সুদসহ পাওনা একলাখ ৭৬ হাজার ২ শ ৭৩ টাকার চেক দেয়। চেক নগদায়নের জন্য ২৩ ডিসেম্বর ”ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়। গত ১৩ জানুয়ারী লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি লোন শোধ করেনি । এধরনের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে মোফাজ্জলকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here