নিজস্ব প্রতিবেদক ঃ নিজ হেফাজতে ফেন্সিডিল রাখার অপরাধে মাদক কারবারি আনছার আলী মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আনছার সাতক্ষীরা জেলার বেচনা এলাকার নেয়াম উদ্দিন মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুনবী জাকির জানান, ২০২৯ সালের ১১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে গোল চত্বর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।এঘটনায় পরের দিন বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় । একই বছর ১০ জুন তদন্তে সত্যতা পেয়ে থানার এস আই আকতার হোসেন আসামি আনছারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।রাষ্ট্রপক্ষ ৪ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ওই সাজা দেন। রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।