#

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

#

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মহসিনউদ্দিন বরিশালের কোতয়ালী থানায় মামলাটি করেন।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হামলা করে তাদের আহত করেছেন এই মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মহসিনউদ্দিন মামলাটি করেছেন। আমরা হামলার বিষয়ে তদন্ত করছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’

সাধারণ ছাত্র প্রতিনিধি মাহামুদুল ইসলাম তমাল জানান, শুক্রবার বিকেল ৫টায় আমাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হবে। এর মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আলোচনা করে নতুন কর্মসূচি দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এই ঘটনায় প্রশাসন যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় সেজন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

সাধারণ ছাত্ররা অভিযোগ করেছেন, পরিবহন শ্রমিকরা সরকার দলীয় রাজনৈতিক মদদে এই হামলা চালিয়েছে। তারা পরিবহন শ্রমিক নেতা, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপনের নাম উল্লেখ করে গতকাল রাতে ক্যাম্পাসে প্রেস কনফারেন্স করে।

তবে, কাওসার হোসেন শিপন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি বা পরিবহন শ্রমিকরা এই হামলার সঙ্গে যুক্ত নয়।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here