নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অর্ধশতাধিক ইয়াবাসহ বরিশালের উজিরপুরে রনি হাওলাদার (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব ওটরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব ওটরা গ্রামে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার ও সজল কুমার রায়সহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মাদক বিক্রেতা রনিকে আটক করা হয়। পরে পুলিশ তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার জানিয়েছেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি রনি জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান এনে এলাকায় বিক্রি করে আসছিল।