TT Ads

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ছাত্রদলের আহবায়ক আটক। আটক আবু তাহের (২৮) বরিশাল মহানগর ছাত্রদলের ৩নং ওয়ার্ডের আহবায়ক ও পুরানপাড়ার মৃত মোশারফ মহুরির ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সরকারি সৈয়দ হাতেম আলি কলেজের ভিতর মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান নগর গোয়েন্দা শাখার একটি দল। এসময় কলেজের সমাজ কল্যান শাখার সামনে তল্লাশি করে আবু তাহের ও তার সহযোগী অপুকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ, এসময় তাদের কাছ থেকে ১৫০পিচ ইয়াবা উদ্ধার করে।

আটক আবু তাহের ও অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন নগর গোয়েন্দা শাখার এস আই খায়রুল আলম।

আটক ছাত্রদলের আহবায়ক আবু তাহেরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা শাখার কর্মকর্তারা এবং একটি মাদক মামলায় তার সাজাও হয়েছিলো।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *