নিজস্ব প্রতিবেদক //
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেকের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে ছাত্রদল নেতা শাকিব, সোহেল ও বেলালসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের সক্রিয় অংশগ্রহণে মিছিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সকাল থেকেই নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থান থেকে নির্ধারিত স্থানে এসে সমবেত হন। পরে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলটি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে “মহান বিজয় দিবস অমর হোক”, “মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজ”, “শহীদদের রক্ত বৃথা যেতে দেব না”—এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক বক্তব্য রাখেন। তিনি বলেন,
“১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এ দেশের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্মরণ করি।”
তিনি আরও বলেন, “ছাত্রসমাজ সবসময় দেশের ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী। মহান বিজয়ের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই ছাত্রদলের প্রধান লক্ষ্য।”
কর্মসূচি শেষে নেতাকর্মীরা মহান বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিলটি সম্পন্ন হওয়ায় নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এই আয়োজন।
বরিশাল মহানগর ছাত্রদলের এই বর্ণাঢ্য বিজয় মিছিল মহান বিজয় দিবস উদযাপনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







