বরিশালের কাউনিয়া হাউজিং এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে দুইটি অটোরিকশা ও টেম্পু পার্সের দোকান। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দোকান দুটিকে গ্রাস করে ফেলে।
পুড়ে যাওয়া দুটি প্রতিষ্ঠান হলো দয়াল খাজা অটোরিকশা পার্সের দোকান এবং দয়াল খাজা অটো টেম্পু পার্সের দোকান। উভয় দোকানের মালিক শামিম শরিফ জানান, বহু বছরের পরিশ্রমে গড়ে ওঠা এই দুটি দোকানে ছিল প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল। আগুনে সব পুড়ে যাওয়ায় তিনি এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন।
শামিম শরিফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। এই দোকান দুটোই ছিল আমার পরিবারের একমাত্র ভরসা। আগুনে একটাও জিনিস বাঁচেনি। এখন আমি জানি না কীভাবে পরিবার চালাবো।”
অগ্নিকাণ্ডের পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন এবং কোথাও থেকে সাহায্য পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, দোকানের ভেতরে ইলেকট্রনিক্স শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই দোকানগুলোর ভেতরের সবকিছু ধ্বংস হয়ে যায়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত মালিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় শামিম শরিফ সম্পূর্ণভাবে পথে বসে গেলেও তিনি এখনো পুনরায় ঘুরে দাঁড়ানোর আশায় তাকিয়ে আছেন সরকারি কিংবা বেসরকারি সহযোগিতার দিকে।







