ভোলার তজুমদ্দিনে নিজ ঘর থেকে যুবকের হাত-পা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি মস্তিষ্ক বিকৃত এ যুবক নিজের শরীরে নিজে কুপেয়ে জখম করে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ ও প্রত্যদর্শীরা জানিয়েছেন, ‘উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বৌবাজার এলাকার বিপুল চন্দ্র বর্ণিকের মস্তিষ্ক বিকৃত ছেলে প্রদীপ বর্ণিক (২৮) বসত ঘরের কে বটি দিয়ে নিজের হাতে পায়ে কুপিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের পিতা বিপুল বর্ণিক বলেন, প্রদীপের মাথায় সমস্যা ছিল, পরিবারের সবাইকে নিয়ে অনিল বাবাজীর কির্তনে গিয়েছিলাম। ওখানে সমস্যা দেখা দিলে ছেলে বাসায় রেখে যাই।
মা শচী রানী বলেন, আমি পেসারের রোগী, বাসায় ছিলাম। প্রদীপ রুমের দরজা বন্ধ করে ঘরে থাকা বটি দিয়ে নিজেকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে লোকজন ডেকে মই এনে রুমের দরজা খুলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা প্রদীপ বেঁচে নেই।
ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ে আংশিক ও বাম হাত সম্পূর্ণ কাটা লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছি। এলাকাবাসী জানান, ছেলেটি মানষিক বিকারগ্রস্ত রোগী, এর আগেও সে নিজেকে একই ভাবে কুপিয়ে জখম করেছে।