TT Ads

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নেওয়া এক মুসুল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ওয়াজ চলাকালীন মো. খলিলুর রহমান নামের এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। এবং ঘটনাস্থলের তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের নিজস্ব প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ইসমাইল হোসাইন রাসেলের বাবা বলে নিশ্চিত হওয়া গেছে।

তার সাথে মাহফিলে অংশ নেওয়া মুসুল্লিরা জানান, মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাদ ফজর বরিশাল চরমোনাইয়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বরিশালের বাকেরগঞ্জে তার নিজ বাড়িতে।’

তারা আরও জানান, ওয়াজ শুনতে শুনতে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন মুসুল্লি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *