TT Ads

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৮৪০ পিস ইয়াবাসহ মোঃ জাহিদুর রহমান ওরফে নাইম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা মঙ্গলবার দুপুরে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তারকৃত মোঃ জাহিদুর রহমান ওরফে নাইম বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুর রহমান ওরফে নাইমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা ও সেনাবাহিনী ইউনিফর্ম এবং নগদ ১৪ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।’

এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *