TT Ads

১০ বছরের সাজার (কারাদণ্ড) তথ্য গোপন করে সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জামাল মৃধাকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জামাল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা পলাশ সরদার জানান, একটি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন ওই প্রার্থী। কিন্তু সাজার তথ্য গোপন রেখে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শুক্রবার যাচাই-বাছাইয়ের সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি একটি জামিনের কাগজ দেখান। যেটিরও মেয়াদ ২০১৯ সালে শেষ হয়েছে।

পরে থানা থেকে একটি ওয়ারেন্টের কাগজ আমাদের কাছে পাঠানো হলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি তাকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়।

 

অপরদিকে সরিকল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী বাবুল হোসেন কবিরাজ ও হালিম কবিরাজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ওই দুই প্রার্থীর প্রস্তাবকারি ও সমর্থনকারী একই ব্যক্তিরা হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *