আগামী ২৬ সে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন থেকে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন চলাচল করবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট চালু সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনের বরিশাল অফিসের ব্যবস্থাপক সঞ্চয় কুমার কুন্ডু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে আর বরিশাল বিমানবন্দর থেকে প্রতিদিন ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। শুধুমাত্র বৃহস্পতিবার দিন ঢাকা থেকে ছেড়ে আসবে ৩টা ৩০ মিনিটে আর বরিশাল থেকে ছেড়ে যাবে ৪টা ৪০ মিনিটে। প্রতিটি টিকিটের মূল্য ভ্যাটসহ ৩ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিমানের ফ্লাইট সপ্তাহে সাতদিন এবং প্রতিদিন একটি করে ফ্লাইট চলাচল করবে। করোনার কারনে ২০২০ সনের ২১ মার্চ বিমানের সার্ভিস বন্ধ হয়ে যায়। বর্তমান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের একক প্রচেষ্টায় এ সার্ভিসটি পুনরায় শুরু করতে উদ্যোগ গ্রহন করেছে সরকার। আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশ বিমান চলাচল শুরু করবে।