#

( বরগুনা সংবাদদাতা):
বরগুনার বামনা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ কামরুল ইসলাম নিজাম মৃধাার বিরুদ্ধে আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে।নিয়ম অনুযায়ী ২৫ মার্চ প্রতিক বরাদ্দ হবে এর পর প্রচার প্রচারনা করতে পারবে।তার আগেই সে খোলা মাঠে মাইক টানিয়ে পথ সভা করছেন।গতকাল রবিবার মধ্য কাকচিড়া প্রাথমিক বিদ্যালয়ের নিচে জনসমাগম করে পথসভা করেছে।এভাবেই সে প্রতিনিয়ত আইনের তোয়াক্কা নাকরে পথসভা করে যাচ্ছেন।এতে স্বতন্ত্র প্রার্থীরা উদ্দিগ্ন।সুষ্ঠ নির্বাচন হবে বলে তাদের মনে দেখা দিয়েছে সংশয়।
স্বতন্ত্র প্রার্থী মো:আবুসালেহ জানান নৌকার প্রার্থী আইনের তোয়াক্কা নাকরে যে হারে নির্বাচনি প্রচারনা চালাচ্ছেন তাতে গ্রহনযোগ্য নির্বাচন হবে বলে আমার মনে হচ্ছেনা।একমাত্র তিনি আওয়ামীলীগের দলিও প্রার্থী ছাড়া আমরা সাতজনই স্বতন্ত্র প্রার্থী। তিনি যেভাবে খামখেয়ালিপনা সুরু করেছেন তাতে আমাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করা ছাড়া উপায় দেখছিনা।
এদিকে বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:সাইতুল ইসলাম লিটু মৃধা সরকারী গাড়ী ব্যবহার করে নির্বাচনি প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকার সচেতন নাগরিকের মনে প্রশ্ন দেখা দিয়েছে সরকারি গাড়ী ব্যবহার করে কিভাবে একজন চেয়ারম্যান নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ করে।জেলা নির্বাচন অফিসার দিলিপ কুমার হাওলাদার জানান নিয়মানুযায়ী প্রচার প্রচারনার তারিখের পূর্বে কেহ প্রচার প্রচারনা করতে পারবেনা,করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানান আমি বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে তানিয়ে কোনো সংশয় নেই।

#
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here