#

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আইসিইউ ওয়ার্ডের কোন শয্যা খালি নেই।
প্রতিদিন উপসর্গ নিয়ে গড়ে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন এই হাসপাতালে।

#

এদিকে সংকট আছে চিকিৎসকেরও।
এরই মধ্যে সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান।

শনিবার (০৩ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের।

মোট ১২টি আইসিইউ বেডের সবগুলোই রোগীতে পরিপূর্ণ। আরও অন্তত ২০ থেকে ২৫ জন আছেন যাদের জরুরি আইসিইউ সেবা প্রয়োজন।
কিন্তু শয্যা না থাকায় তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৩০ জন চিকিৎসক রয়েছেন। তারা ৩ শিফটে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। যা প্রয়োজনের তুলানায় ৬০ ভাগ মাত্র। আরও চিকিৎসক দরকার সেবার জন্য। রোগীর সংখ্যা আরও বাড়লে সেবার পরিস্থিতি কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় তারা।

এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ২০২০ সালের মার্চে মারা যান একজন। রোগী ছিলেন ৮ জন। গেলো মার্চে করোনা ওয়ার্ডে মারা গেছেন ৩২ জন এবং রোগী ভর্তি হয়েছিলেন ৩৫১ জন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here