TT Ads

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একমাসের মধ্যেই আবারও অনির্দিষ্টকালের জন্য বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাত বন্ধ করা হয়েছে। আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার শাহ আলম।

তিনি বলেন, দেশে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতী ও কয়েদীর স্বজনদের স্বাক্ষাত বন্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় দেখা করার কোন সুযোগ থাকবে না। জেল সুপার আরও বলেন, কারা অধিদফতর থেকে আদেশের কপি শনিবার বরিশালে এসে পৌঁছানোর পর রবিবার থেকেই তা কার্যকর করা হয়েছে। তবে আগের মতো নিয়ম অনুয়াযী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সাথে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা আট থেকে বাড়িয়ে ১০মিনিট করা হয়েছে।

সূত্রমতে, এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাতকার বন্ধ করা হয়েছিলো। যা প্রায় একবছর বলবৎ ছিলো। পরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে একবছর পর চলতি বছরের মার্চ মাসে সাক্ষাত শুরু হয়েছিলো।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *