#

 

#

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ’র সুদৃষ্টি, ২৯নং ওয়ার্ড কাউন্সিরর ফরিদ আহমদের সহায়তায় ও এলাকাবাসীর নিজস্ব খরচে নির্মিত হওয়া বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড বাঘিয়া মৌজার হযরত খানজাহান আলী সড়ক থেকে আ: রাজ্জাক খান সড়ক পর্যন্ত নির্মিত রাস্তাটি একটু বর্ষা হলেই পানিতে ডেবে যাওয়ায় বর্ষা মৌসুমের পূর্বেই কাউন্সিলরের সহোযগিতায় মাটি কেটে উচু করে সংস্কার করতে শুরু করেন এলাকাবাসী। তবে অভিযোগ উঠেছে- ২৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমরান মোল্লা, হযরত খান জাহান আলী সরক সংলগ্ন মো: আব্দুল মোতালেব হাওলাদার ওরফে ভূমিদস্যু মোতালেব, স্থানীয় সন্ত্রাসী শাওন সহ বেশ কিছু ক্যাডার সড়ক নির্মানে বাধাঁ দিয়ে আসছে। যার পরিপ্রেক্ষিতে গত ২৮ মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ’র নিকট একটি অভিযোগ দেন এলাকাবাসী। অভযোগে তারা উল্লেখ করেন, বিসিসি মেয়র, ও কাউন্সিলরের হস্তক্ষেপে আমাদের এখানের সড়কটি নির্মিত হওয়ায় আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাবার সঙ্কায় সড়কটি কিছুটা উচু ও প্রশস্ত করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাতে বাধাঁ দেয়। শুধু তাই নয়, অনেক সময় সন্ত্রাসীরা ওই সড়কের বাসীন্দাদের সাথে খারাপ আচরন করে থাকেন। যা মুখে প্রকাশ করার মতো নয় বলেও জানিয়েছেন স্থানীয়রা। ওই সড়কে বাস করা ভুক্তভুগী পরিবার গুলো মনে করেন- নতুন করে সংস্কার হতে যাওয়া সড়কটি এতটাই ছোট যে, ওইখান থেকে একটি রিক্সাও চলাচল করা সম্বব হচ্ছেনা। তাদের দাবী- বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ পূর্বেও কোন সন্ত্রাসী কার্জকালাপে আপোষ করেনি, এবারো এই সন্ত্রাসীদের বিষয়ে কঠিন ব্যাবস্থা গ্রহন করে এলাকাবাসীর চলাচলের সড়কটি যেন আরো সুন্দর হয়।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here