TT Ads

মো:রাজিবুল হক(বরগুনা সংবাদদাতা)||

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজারের মেইন সড়কের পাশে মাছের ঘের হইতে অজ্ঞাত ৫০ উর্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।
জানা যায় সোমবার সকালে এলাকার লোকজন মাছের ঘেড়ের মধ্যে ওই নারীর লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে। মেয়েটির পড়নে কাপড় ছায়া ব্লাউজ ছিল।পায়ে প্লাস্টিকের জুতা ছিল।
স্থানীয় আলতাফ চৌধুরী জানান মহিলাটিকে গত দুই দিন ধরে বাজারে হাটাহাটি করতে দেখেছি এবং গতকাল এক দোকান থেকে খাবার কিনেছে।আমার মনে হয় ভারসাম্যহীন।
বামনা থানার অফিসার ইন চার্জ মো:হাবিবুর রহমান জানান লাশের সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরন করা হয়েছে।এখন পর্যন্ত লাশের পরচয় পাওয়া যায়নি।পরিচয় জানার চেষ্টা চলছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *