ভোলার গ্যাস বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে এবং সেই গ্যাস বরিশালে আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বুধবার ((২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে তারা এই মানববন্ধন করেন।
এসময় বাসদের জেলা সদস্য সচীব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ভোলার গ্যাস উত্তোলনের জন্য দেশের স্বার্থে দেশীয় কোম্পানিকে দায়িত্ব দিতে হবে। উত্তোলনকৃত গ্যাস বরিশালে এনে গ্যাসভিত্তিক কলকারখানা স্থাপনের দাবি জানান তিনি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন।