শামীম আহমেদ ॥ বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়ায় ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুন) দুপুর একটার দিকে ২ নং ওয়ার্ড খাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্য করেছে পুলিশ। পাশাপাশি ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
জানা গেছে, ২ নং ওয়ার্ড খাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকার প্রার্থী ড. আলাউদ্দিনের সাথে বাগবিতন্ডা ঘটে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিনের।
বাগবিতন্ডার সূত্রধরে উভয় প্রার্থীর কর্মী সমর্থকরা সংর্ঘষে জড়িয়ে পড়েন। দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ফলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্য এবং ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া পুলিশ।
এদিকে হরিনাথপুর গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নিয়ন্ত্রন নিতে গেলে স্থানীয়দের সাথে নৌকা প্রতীকের প্রার্থীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে এক আনসার সদস্য ও এক পুলিশ সদস্যে আহত হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় ঘন্টাখানেক ওই কেন্দ্রে ভোট গ্রহনন বন্ধ থাকে।
উভয় ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৩ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ার কথা নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সরকার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।