বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে মঙ্গলবার কোনো বাস ও লঞ্চ ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।
বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। মঙ্গলবার বরিশাল নৌবন্দর থেকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে রাজধানীর সঙ্গে বরিশালের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের সাউদিয়া পরিবহনের কাউন্টার ইনচার্জ ইমাম হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালের দিকে কিছু বাস ছেড়ে গেলেও প্রশাসন মাদারীপুরের ভুরঘাটায় ওই বাসগুলো বরিশালের দিকে ফিরিয়ে দেয়।