TT Ads

বরিশালে যুব‌কের রহস্যজনক মৃত্যু গোরস্থান থে‌কে লাশ ম‌র্গে

নিজস্ব প্রতিবেদক : ব‌রিশাল নগরীর পলাশপুর এলাকা থে‌কে রুহুল আ‌মিন (২০) না‌মে এক যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার দুপু‌রে ওই এলাকার কা‌জির গোরস্থান এলাকায় দাফন করার সময় রুহু‌লের লাশ উদ্ধার ক‌রা হয়। রুহুল আ‌মিন পলাশপুর এলাকার ১৭ নম্বর গ‌লির বা‌সিন্দা আব্দুর রহমানের ছে‌লে এবং সে পেশায় একজন দিনমজুর। স্থানীয়রা জানান, রোববার রা‌তে রুহু‌লের ঘর থ‌কে তার চিৎকা‌রের আওয়াজ শুন‌তে পায় এলাকাবাসী। ত‌বে সকা‌লে ওই এলাকার এক ফার্মা‌সিস্ট‌কে ঘ‌রে নি‌য়ে যায় আব্দুর রহমান। ওই ফার্মা‌সিস্ট রহুল আ‌মি‌নের মুত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে। কিন্তু রুহু‌লের গলায় দাগ ছি‌লো। এরপর রুহু‌লের প‌রিবার ত‌রিঘ‌রি ক‌রে পার্শ্ববর্তী কা‌জির গোরস্থা‌নে দাফ‌নের জন‌্য ‌চেষ্টা কর‌লে ঘটনাস্থ‌লে পু‌লিশ উপ‌স্থিত হয় এবং লাশ উদ্ধার ক‌রে। ত‌বে রুহু‌লের প‌রিবার পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে অসুস্থ হ‌য়ে মৃত‌্যু হ‌য়ে‌ছে রুহু‌লের। ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের কাউ‌নিয়া থানার ও‌সি আ‌জিমুল ক‌রিম ব‌লেন, ওই যুব‌কের মুত‌্যুর বিষয়‌টি স‌ন্দেহজনক হওয়ায় তার লাশ উদ্ধা‌রের পর ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *