TT Ads

 

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া হলতা নদীতে বুধবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ যুবক জাহিদ হোসেন (২৫)-এর মরদেহ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

আমুয়া বন্দরের বাসিন্দা ও নিখোঁজ জাহিদের প্রতিবেশী শাকিল হোসেন মিঞাজী জানান, জাহিদ নিখোঁজের পর কাঁঠালিয়া ফায়ার সার্ভিস, বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ও স্থানীয় লোকজন বিভিন্নভাবে চেষ্টা করে কোন সন্ধান মেলাতে না পারায় বৃহস্পতিবার সকালে উদ্ধার কার্যক্রম স্থাগিত করেন তারা চলে যান। কিন্তু নিখোঁজ তরুণ জাহিদের স্বজনরা জাহিদের মরদেহের সন্ধানে হন্যে হয়ে ট্রলার, জাল ও দড়িসহ ঘটনাস্থলসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় অভিযান বিরামহীনভাবে চালাতে থাকেন। পরে বহস্পতিবার বিকালে আমুয়া বন্দরের হলতা নদী থেকে জাহিদের অর্ধগলিত লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা।

জাহিদের স্বজন মাওলানা তোহা ইমাম জানান, প্রতিদিনের মতো জাহিদ বুধবার দুপুর ১টার দিকে বাজারের হলতা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে ডুব দেয়ার পর আর উপরে না ওঠায় কিনারে থাকা তাইয়েবা নামে এক শিশু জাহিদের বাসায় গিয়ে খবর দেয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *