শামীম আহমেদ : বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের ইসলাম নগরে আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর স্কুল ছাত্রী রুমি আক্তারের আত্মহত্যার পর এবার একই ঘরে ফের আত্মহত্যার চেষ্টা চালায় ঐবাড়ির মালিকের ছোট মেয়ে শিমলা আক্তার।
এদিকে মৃত্যু ও আত্মহত্যার চেষ্টা নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ এপ্রিল ৫ নং ওয়ার্ড পলাশপুরের ইসলাম নগরের দ্বিতীয় গল্লির হুমায়ন কবিরের স্ত্রী শাহিনুর বেগম ওরফে কবিতা ম্যাডামের ঘরে ভাড়াটিয়া জামাল মোল্লার মেয়ে স্থানীয় দলিল উদ্দিন স্কুলের ছাত্রী রুমী আক্তার (১৬) তার নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে রহস্যজনক আত্মহত্যা করেছিলেন।
তার কিছু দিন যেতে না যেতেই এবার ঐবাড়ির মালিকের ছোট মেয়ে গলায় ফাঁস দিয়ে বৃহস্পতিবার বিকালে আত্মত্যার চেষ্টা চালায়।
পরে তার মা শাহিনুর বেগম (কবিতা ম্যাডাম) টের পেয়ে দেখতে পান তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালাচ্ছে।
পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছে। এনিয়ে ভাড়াটিয়া জামালের মেয়ে আত্মহত্যা ও বাড়ীর মালিকের মেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা ধরনের কথা।
নাম প্রকার্শে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে ঐবাড়িতে আত্মহত্যার চেষ্টা মালিকের বড় মেয়ে।
তার কিছুদিন পরেই একই বাড়িতে আত্মহত্যা করেছে তারই ভাড়াটিয়া জামালের মেয়ে রুমী আক্তার। ফের তিন মাসের মাথায় এবার আত্মহত্যার চেষ্টা চালায় ঐবাড়ির মালিকের ছোট মেয়ে।
তবে কি কারনে ঐবাড়িতে একের পর এক রহস্যজনক ভাবে আত্মহত্যার চেষ্টা চালানো হচ্ছে তা আমাদের স্থানীয়দের জানা নেই।
তবে প্রশাসন যদি সঠিক ভাবে তদন্ত করে তাহলে ঘটনার মূল রহস্য বেড়িয়ে আসতে পারে বলে তারা ধারনা করছেন।