 
	                            						
নানা বাড়ি বেড়াতে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মারজানা আক্তার কেয়া (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধূ কেয়া একই উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রাজন চোকদারের স্ত্রী। সে বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার চরকুতুবপুর গ্রামে নিহতের নানা বাড়িতে। খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে চরকুতুবপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় গৃহবধু কেয়া। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অজ্ঞাত কারনে বসতঘরের বারান্দায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে (কেয়া)। তবে কি কারনে গৃহবধূ কেয়া আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                    