বরিশাল অফিস :: বরিশালে পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রীজ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে জেলার বানারীপাড়ার সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবশ্য ব্রীজের দুই পাড় থেকে যানবাহন চলাচল করছে। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল-বানারীপাড়া মহাসড়কের মাধবপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পাথর বোঝাই একটি ট্রাক বানারীপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গুঠিয়া ব্রীজ পার হওয়ার সময় ট্রাকসহ ব্রীজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার সাতরে পাড়ে উঠে। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী মান্নান হাওলাদার জানান, মাধবপাশা ব্রীজটি নতুন করে নির্মাণ কাজ চলার কারণে ওই ব্রীজের পাশেই একটি লোহার ব্রীজ দিয়ে যানবাহন চলাচল করতো। তবে খালে পড়ে যাওয়া ট্রাকটি ওভার লোড থাকায় হয়তো ব্রীজটি ভেঙে পড়েছে। ফলে ওই ব্রীজ দিয়ে আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ব্রীজের দুই পার্শ্ব দিয়ে যানবাহন চলাচল করছে। অবশ্য এতে করে কিছুটা দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। এদিকে ঘটনার পরপরই উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।