#

বরিশালের কীর্তনখোলা নদীর তীরভূমি দখলদারদের কবল থেকে উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

#

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নদী তীরে ডিসি ঘাট দিয়ে এ অভিযান পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, উচ্ছেদ অভিযানে বান্দরোডস্থ বিআইডব্লিউটিএর নিজস্ব জায়গাসহ নদীর সীমানা পিলার থেকে ৫ ফুট থেকে ১০ ফুট অবৈধ দখলে থাকা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএর এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও আনাসার বাহিনী সহায়তা করে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here