TT Ads

 

বরগুনার আমতলীতে একশ ইয়াবাসহ মেহেদী হাসান (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী পৌর শহরের বটতলা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।গ্রেফতার মেহেদী হাসান পটুয়াখালীর খাপড়াভাঙ্গা ইউনিয়নের সুধিরপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করতেন। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী পৌর শহরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে একশ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রেফতার মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *