#

 

#

বরগুনার পটুয়াখালী-আমতলী মহাসড়কের সাহেব বাড়ি বাস স্ট্যান্ডে ঈগল পরিবহনের ধাক্কায় ফয়সাল (১৫) নামে এক অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় আমতলী থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল আমতলীর কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের ফোরকান প্যাদার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসটি সামনের দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ফয়সাল। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন আটোরিকশার যাত্রী।
আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ফয়সালের বাবা ভারাক্রান্ত কন্ঠে বলেন, বাস চালকের খামখেয়ালিতে আজ আমার ছেলের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বাস চালক আরিফ সরদারকে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় আনা হচ্ছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here