নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে প্রায় সাড়ে চারশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা সময় এক নারী ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
আটককৃত নারী ছিনতাইকারী ভূরঘাটা এলাকার মান্তা সম্প্রদায়ের স্থায়ী বাসিন্দা। সে (আটককৃত) জানিয়েছে, তার সাথে আরও চারজন নারী ছিনতাইকারী সদস্য রয়েছে।
ভূক্তভোগী টরকী বন্দরের ব্যবসায়ী পঙ্কজ কুন্ডু জানান, তার মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে নারী ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছেন। তিনি (পঙ্কজ) ভূরঘাটার মান্তা পাড়ায় অভিযান চালিয়ে অন্যান্য নারী ছিনতাইকারীদের গ্রেফতারসহ তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণের চেইন উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, আটককৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশপাশি অন্যান্যদের গ্রেফতারসহ ছিনতাই হওয়া অন্যান্যদের মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে।