#

 

#

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সম্মেলন এবং আওয়ামী লীগের সমাবেশ কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ দু’গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টা দিকে উপজেলার বাঘড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বাইপাস মোড়ে উপজেলা বিএনপি দলীয় কাযার্লয়ে সম্মেলনের আয়োজন করে। এর কাছেই বাইপাস সড়কের পাশে উপজেলা আওয়ামী লীগও একই সময় সমাবেশ ডাকে। এতে সকাল থেকেই দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে পুলিশ প্রশাসনের অনুরোধে উপজেলা বিএনপির আয়োজন সরিয়ে বাঘড়ি এলাকায় নিয়ে যায়। দুপুরে সেখানে দু’পক্ষ মিছিল-স্লোগান নিয়ে অবস্থান নিলে সংঘর্ষ বাধে। এসময় লাঠি সোটা আর ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্যসহ দুই পক্ষের কমপক্ষে ১০জন আহত হন।
এরপর ব্যপক সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here