TT Ads
 পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে দুজন এবং সদর উপজেলার কালিকাপুরে একজনকে জরিমানা করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা আশ্রয়ন ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বহিরাগতকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশের দায়ে রাফসান (২২) নামের এক যুবককে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *