#

বরগুনার পাথরঘাটায় সাবেক ছাত্রলীগ নেতা জাকির হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। জাকিরের বাবা আব্দুল মজিদ এ অভিযোগ করেন। তার অভিযোগ মঙ্গলবার রাত দশটার দিকে কাকচিড়া ইউনিয়ন পরিষদের সামনে জাকিরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত জাকির হাওলাদার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জাকিরের বাবা জানান, তার ছেলের সাথে স্থানীয় জলিল ও খলিল হাওলাদারের দেনাপাওনা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। মামলার রায়ে গত তিনমাস আগে তাদের ১ বছরের সাজাসহ ১২লাখ টাকা জরিমানা করেন বরগুনার জজকোট । এই আসামিরা এখনও পলাতক রয়েছেন। এছাড়া পাথরঘাটা কুপধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়িও তার ছেলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের দ্বন্দ্ব চলছে। জাকিরের বাবার অভিযোগ, এসব বিরোধের জের ধরে তার ছেলেকে হত্যা করেছে প্রতিপক্ষ। জাকিরের ভাই তাপস হালদার জানান, মঙ্গলবার রাত দশটার সময় তার ভাই স্কুল কমিটির নির্বাচনের প্রচারণা শেষে কাকচিড়া বাজারে ফিরছিল । এই সময় ইউনিয়ন পরিষদের সামনে একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি জাকিরেক অ্যাম্বুলেন্সে করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে রাজাপুর উপজেলা সদরে জাকির মারা যায় । তিনি আরও জানান, সকালে জাকিরের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে । ময়নাতদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে। পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, জাকিরের মরদেহ বরগুনা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মামলা করার পরে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

#
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here